গাছ আমার সাথে কথা বলছে।
গাছ আমার সাথেই কথা বলে,
তোমরা মানুষের দল
সেলস আর বিপণন বুঝতে পারো
তোমরা গাছের কথা
ভোরের আলোতেও
অনুভব করতে পারো না।

গাছে জল দিতে দিতেও
সম্পত্তি, যাপন, সংসার
এসবই আলোচনা করো।

আর ভাবো কবে মারা যাবে।

বাইশ বছর জীবনের না হয় ঘুমিয়ে কাটালে
একদিন তো জেগে ওঠো।