কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পুজো।
যারা ডালা দিতে ইচ্ছুক, আমাদের পুজো মণ্ডপে এসে দিয়ে যাবেন।
এরপর অনেক পুজো হয়েছে, অনেকবার
ঠাকুরের মূর্তিও পরিবর্তিত।
পুরোনো মূর্তিতে তখন ভাসানচিহ্ন।
পুজো হয়, পুজো চলে যায় প্রতিশ্রুতির স্রোতে।
সকলে সময়ে নিরিখে বুড়ো হয়।
অনেকটা বুড়ো, তখন ছোটরা বড়।
বড়রাই দায়িত্ব নেয়।
জীবনচক্রের মতোই পুজো কমিটি বদলায়।
শুধু পড়ে থাকে বিশ্বাস,
যে বিশ্বাসের জোড়ে আজও বেঁচে আছি
তুমি তুমি গন্ধ মেখে...