কিছু মৃত্যু বলে যায়
এখনও জেগে আছে
পৃথিবীর আদি নিয়ম।
একে অপরকে খেয়ে
জেগে রয়েছে সময়রা।
সময়ের হিসাব করতে করতে
মানুষ বিলীন হয়ে যাবে,
রয়ে যাবে অ্যামিবা, শ্যাওলা
কেন্নো, পরজীবী কিছু প্রাণী।
ধর্মহীন পৃথিবী আবার বেঁচে উঠবে
নতুন ডাইনোসারের যুগে।