খবর নিয়ে নিয়েছি,
এবার কাজে যাই, খবর তৈরি করব।

এই ঝড় থেমে গেলে
হাঁটতে যাব।

চারিদিকে কান্না জল,
ভাঙা গাছের আর্তনাদ,
মরা কালো কাক,
পা ভাঙা বিড়াল
মিউ মিউ করছে।

খবর আসলে এ সবই,
টিভির সঞ্চালকরা
সাজ বাহারের গাছ আঁকছে
পরের ঘূর্ণিঝড়ের জন্য।