মেঘ রোজ খেলা করে অনির্দিষ্ট
এক আকাশ স্বপ্নের কোলাহলে রোজ,
ছেড়ে গ্যাছে জীবন নদীরই মতো
মানুষ আসলে ভগবানের প্রিয় ভোজ।

ক্ষুধার্তসুখী ঈশ্বর অজান্তেই শয়তান ধূপ।