আশ্চর্য হয়ে যাই
কেন, কী করছি?

অন্ধকারে বেশ ছিলাম
আলোহীন পৃথিবীতে।

মানুষ ছাড়া
সবই হয়ে উঠলাম
আশ্চর্য গ্রহে।