আমাদের দেখা হয়েই গেল,
তোমার পথ আলাদা,
আমারও আলাদা।

এবার আর কথা হলো না,
কী হবে আর কথা বলে,
মায়া ছিল।
সবটুকুই।

এখন আমি বুঝেছি
ভালোবাসা শুরু কোথা থেকে
কোথায় গিয়ে শেষ।

এখনকার কথা বলা বদলেছে।
অভ্যেস একই আছে।
অভিজ্ঞতা।

এটুকুর জন্যই এড়িয়ে গেলাম তোমায়,
আবার দেখা হলে, এড়িয়ে না গিয়ে
হেসে বলব, কেমন আছো!