অনেক অপেক্ষার পরেও বৃষ্টি আসে না।
অনেক অপেক্ষার পরও।
ঘুমিয়ে থাকি, ছাতাটা পাশে রাখি
একদিন বৃষ্টি আসবে।
উত্তপ্ত দাহ্য মনটা শান্ত হয়তো হবে না
তবু বৃষ্টি হবে।
প্রকৃতি আবার সবুজ হবে,

আমি তখন কেবলই ছাই।
দহনের শেষে
মৃত চামড়ার গন্ধ মাখানো চকোলেট।