রোজ বিচার করি
এদিক ওদিক থেকে দেখে শুনে
বিচার করি।
কারণ আমার বয়স হয়েছে
অভিজ্ঞ, ষাট উর্ধ্ব।
বিচারের বাণীতে মূল্যায়িত সময়।

কিন্তু আমার বিচার
কে করবে!

ভগবান না শয়তান?