কথা রাখেনি অনেকেই
তবু কথা রাখার মতো
মুখ মুখোশে দাঁড়িয়ে থাকে
এক যুগ, বহু যুগ।
বাতিলের খাতায় জেগে থাকে জীবন
জীবনের মতো সামনে এসে দাঁড়ায় নদী।
নদীকে দেওয়া কথাও আমি রাখেনি।
আমি রাখতে পারিনি,
পরিস্থিতির চাপে,
একবার ফিরে তাকাও
একবার,
রাখতে না পারলেও
আমি তোমায় ভুল বুঝিনি।