নাদেখা কাজগুলো ধীরে ধীরে সেড়ে নিতে হবে।
এখন আর ভেসে যাওয়া সমুদ্র নয়
এখন শুধু গুছিয়ে নিতে হবে।
একটু পরেই সুনামী ভাসবে এ জীবন।
তছনছ হয়ে যাবে সমস্তকিছু।
তবু আমি বেঁচে থাকব,
মৃত্যু আগে ও পরে
বেঁচেই থাকব।
গুছিয়ে রাখা কবিতার স্বপ্নাবলীতে।