হারিয়ে অনেক কিছুই, পেয়েছি তোমার গন্ধ
মায়ের আঁচল বড়ই মধুর, করো না তা বন্ধ।
স্নিগ্ধ আবেশ, স্মৃতি জড়ানো, কত কষ্ট জুড়ে
জাগব আবার, ভাসব আবার, মায়ের সুরে।

সন্তান বড্ড কাঁদে, অনেক স্মৃতি যে জড়িয়ে
মা দিতে পারে একমাত্র সমস্তটুকু ভরিয়ে।
বেঁচে থাকার জন্য, মরণ রোগ যাক দূরে
ফিরব আমরা হাসি মুখে শহরবাড়ি ঘুরে।