বিষ লুকিয়েছে সূর্য, তার মনের কোণে
জেগে আছে হতাশা, তীব্র দহন মনে।

অভিশপ্ত বলেই, আলোকিত করে রোজ।
আয়ু সন্ধানী আলোতে নব তম খোঁজ।

রোজই বিষ জমে গাছ, মাঠ, মানুষবাড়ি
সময় ভ্রমবিলাসী, মায়া জগতেই সংসারী।

সারা শরীরে আলো আজও জেগে আছে
বয়স হলেও রেখেছি মন, তোমারই কাছে।