জীবন যেমন এগিয়ে যাক
কাজ করেই যেতে হবে সূর্যের মতো।
ক্লান্ত দুপুর শেষে সন্ধ্যে আসবে,
খেয়াল রাখা দরকার
আবার প্রভাতের টাইগার হিলে
আলোর সাত রং
তোমার চুমুর মতোই ছড়িয়ে যাবে।
এই যে এত কাজ
করেই চলেছি, সে সমস্তকিছু
এক সময় রয়ে যাবে হিমালয়ের মতোই।
এই দেহ ছেড়ে বিলীন হবো।
তত্ত্ব যাই বলুক,
কাজ চলতেই থাকবে,
কাজ চলছে,
কাজ চলার সাইন বোর্ডের নাম
ম্যান অ্যাট ওয়ার্ক।