কিছু কাজ পড়েছিল,
আজ শেষ হলো।
এই যে আমার উদ্বাস্তু দেহ
আজ এখানে তো কাল সেখানে
উড়ে বেড়াত পাখির মতো।
অজানা পাখির শব্দে
কেঁপে উঠত স্মৃতিপুকুর।

তার কাজই শেষ হলো,
পাখি মারা যাওয়ার পর
পিঁপড়ের দল, দলে দলে
রজনীগন্ধা, ধূপ নিয়ে হাজির।

ছাঁই হয়ে গেল শরীর।
আমার দাহের কাজ
শেষ হলো পঞ্চাশ মিনিটেই।