কেমন করে বদলেছে সবটুকু রোজ
কে রেখেছে সে সব দিনের খোঁজ?
জাগবে পাখি, বলবে জীবন কথা
সময় আসলে ভগবান, মুচকি নীরবতা।
আমরা কেমন করে জেগে আছি রোজ
ভগবান কখনও নেয়নি এসব দিনের খোঁজ।
আমরা শুধু ডাকব এমন করেই দিন
মানুষ নতুন, সম্ভাবনা অনেক বেশি প্রাচীন ।