মহালয়ের সুরে লেগে থাকে ভোরের কাশ
ভেসে আসে দুর্গতিনাশিনী, নতুন প্রয়াস।
জেগে ওঠে নতুন আশা,
ঐশীর গন্ধ মাখা নতুন জীবনের স্বাদ
এখন নারী অবদমিত
জাগুক এবার অসুরনাশিনী প্রতিবাদ।
সমাজ কতটা এগিয়েছে, কতটা প্রাণ
ঐশী গাইবে নতুন আগুনপাখির গান।
অনেক কিছু করবে বলে মর্তে আগমন
জয় করবেই অন্বিতা, করবে বিশ্ব ভ্রমণ।