অপেক্ষা নিয়ে বসে আছে আলো বল,
শিশুটি রোজ আলো বল নিয়ে খেলে
গিলতে চায় না সে একবারও।

নরম গোল বল, একটুও লোভ নেই,
কেবল অপেক্ষা করা।

আলো বলও চায় গিলে খাক সমস্ত অভীপ্সা।

তাহলেই বল গ্রাস করবে পাহাড় বাড়ি,
পাথর কেটে বানিয়েছিল একদিন, স্বপ্ন

সেই স্বপ্ন ধ্বংস করার জন্য লোভই যথেষ্ট।