কতদূরে তুমি!
তোমার অনন্ত সীমারেখা।
বৃষ্টি বিদীর্ণ ক্যাফে আড্ডায়
কেন জানি না,
তোমাকেই মনে পড়ে যাচ্ছে
বারংবার, অবশ্যম্ভাবী।
ধীরে ধীরে ক্লান্ত দিন
ক্লান্তিহীন জেগে থাকে
চিংড়ি ইলিশের স্বাদে
ঠিক তোমার মতোই।
শ্যাওলা আর মাছের গন্ধে
পেলেডোরিয়াম জেগে উঠছে,
হারিয়ে যাচ্ছে মানুষ ও মানুষের মুখ।