কিছুটা ভয় কাজ করে, প্রতিদিন
একটা কিছু ঘটে যাবে
এদিক ওদিক করে ভাবনার মাঝে
আমরা জেগেছি, নতুন জীবন জুড়ে
পুরোনোকে নিয়ে নতুনরকম কাজে।
ভালো থেকো, ভালো থাকা
জীবন এমনই, জীবনের মতো সত্য
পুরোনোকে নিয়ে বাঁচা নতুন ঠঙে
এটুকুই মরা জীবনের পথ্য।