অনেকরকম মাছ আছে, বলে হেঁকে চলে যায়
পুকুরে জল মাছ সব থাকলেও
মনের মতো মাছটা তো পুকুরে পাওয়া যায় না।
হেঁকে চলে গেল যে,
সে কী জানে আমি কোন মাছ, সবচেয়ে বেশি...
আমার সবটুকু জানত সে।
নিজের মতো করেই রেঁধে খাওয়াত।
এখন দুপুরে এসে বসি,
ভাবি সে সব সোনালি দিনের কথা।
লোভহীন বেঁচে থাকা,
গুছিয়ে রাখা অতীতজামা।
অনেকরকম মাছ আছে, পুকুরে ও ঝুড়িতে
আমার এখন কোনটাই চাই না,
সেই রান্না, স্বাদ-গন্ধ
নতুন করে জন্ম দিতে পারবে না,
আমি চাই সেই গন্ধ,
সেই রান্নাঘরের ঘাম,
অপেক্ষাতেই থাকব, ঘাম ও মাছ গন্ধ
আবার মিশবে নতুন জীবনের অ্যাকুরিয়ামে।