মাটির গভীরে এক রহস্য লুকিয়ে,
সে রহস্য উদ্ধার করতে
ধাঁধার উত্তর দিতেই হবে।
সবচেয়ে বড় ধাঁধা মানুষ।
আজকের অত্যাধুনিক মানুষের মন।
মাটির গভীরে পৌঁছানোর আগে
নিজের চোখে একবার ঝাপ দাও।
চোখের গভীরে এক রহস্য আছে।
উদ্ঘাটিত হলেই উত্তর পাবে
প্রাচীন সে মূর্তির।
জীবনমূর্তির।