কোথায় ঘুমিয়ে রয়েছে সে,
তাকে আজ প্রয়োজন,
এই বিষাদ মৃত্যু ছবিতে
আমার খারাপ লাগে,
ভীষণ ভাবে আমার বন্ধু ছবি
আমার শৈশব, কলেজ, কর্মস্থান
সব মনের ভিতর খেলা করে।

কবিতা সব নয়,
কষ্টের আগুন সব নয়,
এরপরও আমি ঘুমাতে পারি না
অনেক রাতে।

পালিয়ে যাই আমি,
পালাই।

তোমরা শুধু সফলতা, হাসি মুখ
এই সব খুঁজে শান্তি পেতে চাও।

জীবন তো তাই নয়,
জীবন তো তাই নয়।