আপেল গন্ধের সে সব দিন
কেমন করে স্মৃতি সুখ খালি,
আকবরের বাগানে, বোটের জলে
আমরা তখন কাশ্মীর মালি।
একে ৪৭ কেবলই সুরঙ্গ যাত্রী
শীত নিয়ে পেহেলগাও রাত্রী।

বদলে যায় সিন্ধু নদ, অমৃতসর স্বর্ণ
পায়ের তলায় সরষে, জীবন্ত বর্ণ