খেতে আসছে,
হাঙরের মতো সময়
খেতে আসছে।
আমাকে খেতে আসছে।
চুপচাপ খেয়ে ফেলতে চাইছে।

কিন্তু আমি অনেক কাল আগেই
জন্মের আগে ওকে খেয়ে জন্মেছিলাম।