ভালোই হয়েছে, দিন দিন বয়স বাড়ছে
ভালোই নরম রোদের কমলা গন্ধে
সুন্দর অনুভূতি গ্রাস করছে।

বয়সের সাথে সাথেই
পেরিয়ে আসা জীবনের আশা ছেড়ে
মেতে উঠেছি আনন্দ জীবনে।

এখন কষ্টের মাঝেই
কেক পাবর্ণের পৌষ পিঠে।

সব মিলেমিশে যাচ্ছে
বরফ হাওয়ায়।

শুধু পাহাড় বরফের বয়স বাড়ছে না,
যৌবনের শ্বেত জ্যাকেটে যেন
আইসক্রিম।