ফিরতে হবে,
অবুঝ নই,
ফিরতে আমাদের হবেই।
দুদিন আগে, দুদিন পর
ফিরতে আমাদের হবে।

আজ কোলাহলহীন
এসো ডেকে উঠি বাঁচার শব্দে।

বরফ শীতলতার আগে
একবার জেগে থাকি।