জেগে বসে আছি অনন্তকাল।
সেই কুয়াশা চোখ
শীতলতার এগারো ডিগ্রি,
ঠোঁটের হাসি মাখা মোমো
চায়ের দোকানে
লেগে থাকা প্রজাপতি বিস্কুট,
সুদূর লন্ডনে বসেও
সেই ক্ষণিক প্রেম
আলসেমি চুল রাস্তা
কিচ্ছুটি ভুলতে পারিনি।

আবার তুমি ম্যাপেল পাতায়
মোহাব্বত লিখে দেবে বলে
স্পর্শ করেছি বাউলআয়ু,

এ জীবন ধর্মের নয়
এ শুধু তোমার,
প্রেমময় ভালোবাসার।