জলস্রোতের মতোই জন্ম  নদী ধারে
বট গাছ হয়ে জমে থাকে।
হাসিমুখের চিহ্নরা জাহাজের বন্দর চিহ্নে
অভ্রান্ত, অস্থির দাগ কাটে।

এগিয়ে চলি, শব্দপ্লাবনের মাঝে
চুলে কলপ করার পারদার্শিতায়।

এসো চুপ করে বসি,
আনন্দ উচ্ছ্বাস নয়,
আজ চুপ করে বসি
জন্মদিনে।