বৃষ্টি নেমেছে বলেই
শীতলতা ঘ্রাণে উষ্ণ কুদ্রেমুখ,
কোন গঙ্গায় স্নান করলে
মিটবে নেতিবাচক কথার অসুখ!
মৃতদেহ জেগে উঠলে
জীবনকে দেখে পেয়ে যায় হাসি,
কে কতটা বুঝতে পারে
গালাগালি দিলেই জাগে পরবাসী।
বৃষ্টি নামছে খেলার মাঠে
দূর থেকে ছাদ বড্ডরকম জোনাকী,
নতুন বছরের কবিতা পাঠে
জাগছে জ্যোৎস্না, এ কবিতাও শোনা কী!