জাগছে আকাশ তারার মতো দিনে
কতটুকু পথ নিয়েছ দুঃখকে চিনে!
প্রবাহমান কষ্ট জ্বালার মাঝে রঙিন -
রবিছবির সামনে বসে আদিঅন্তকাল
অন্ধকার পৃথিবীতে আসবে নতুন সকাল।