তখন মেয়ে পুরস্কার নিচ্ছিলো,
খেয়াল করিনি হাসি আর হাততালিতে,
পাশ থেকে ও বলল, 'কী গো চোখের জলটা মোছো!
সত্যিই তুমি না বুড়ো হয়ে গেলে!'

জলের অনেক রূপ,
কান্নারও অনেক প্রকারভেদ,
খুশির এই কান্নাগুলো
সাজিয়ে রাখা হীরে মানিকের মতোই।

এ এক অপূর্ব সন্ধ্যা,
আলোময় সাধ পূরণ।

বুড়ো হয়ে যাচ্ছি,
মেয়ে মা হয়ে উঠছে...