সদস্য এসেছে ঘরে
ঘরের ভিতর জলঘর,
মধ্যবিত্তের স্বপ্ন জুড়ে
বেঁচে থাকে কল শহর।

জীবন যেমনই কাটুক
জেগে ওঠে ভুল বানান,
কিছুটা সময় ভালো থাকা
করেছি শরীরে মানান।

বেড়েই চলেছে চাওয়া
আরও সুখ চাইছি রোজ,
সময় এমনই শহুরে
নিয়েছে জীবনের খোঁজ।