সূর্য কত ফোটন কণা দিলো আজীবন ধরে,
কেমন করে গাছেরা অক্সিজেন জোগায় সমুদ্দুরে...
সন্তান কতবার বাবা বলে ডেকেছে তোমায় রোজ
মা কতক্ষণ কেঁদেছে সংসারে, নিয়েছ খোঁজ।
কতটা ভালোবাসা ঐ পাখি ডাকে লুকিয়ে
কত সারমেয় অনাহারে গ্যাছে যে শুকিয়ে,
তোমার ভালো কাজ কতটুকু সারা জীবন পথে
কেমন করে হেঁটেছিল মানুষ ভাষা বাংলা রথে!
কোন হিসাবের উত্তর এখনও নেই খাতায়
টাকা ছেড়ে ভালোবাসাটা রাখো ঐ মাতায়।
জীবনটা ব্যালেন্সশীট হলে, শিক্ষা হয় শূন্য
ভালোবেসে যাও, পাবে ঈশ্বর লাভের পুণ্য।