ভালো করে কথা বলে
কী পেয়েছেন!
সম্মান!

পিছনে সকলেই গালমন্দ করে।
দীর্ঘতর তালিকা।

সামনে বলতে ভয় পায়,
আবার কেউ কেউ বলে ফ্যালে।
খারাপ ভালোর প্রশ্ন ওঠে না
এটাই জীবন,
এটাই তরঙ্গ।

ভালো কথা আপনারা বলুন
আমি শুনি।
হাসিও পায় না আপনাদের
প্রতিবার একই ভুল করেন
আবার ভোট দিতে যান,

হাস্যকর ভারতবর্ষের নিদানে।