সূর্য কাজে ব্যস্ত, চাঁদও ব্যস্ত আনন্দদিনে
নিয়েছি সময় মাঝে, সম্পর্ককে নতুনে চিনে।

বছর নতুন, আসে যায় আশার স্বপ্নরা রোজ
জীবনও চলেছে, স্রোত দিয়েছে মাস্তুলের খোঁজ।

আকাশ এমনই হয়, পাখির মতো ডানার সারি
ঘররান্না আর রেস্তোরা, নেসেসিটি ও লাক্সারি।

এসব নিয়েই মূল্যবৃদ্ধির শহরে, জেগে আছি রোজ
জীবন এমনই হয়, জীবনই দেয় হাসির পোজ।

দুঃখদের বুকেই চেপে, লক্ষ্মীর ভান্ডারে খুশি
আসলে মানুষ বড্ড অভিমানি, যেন ম্যাওপুসি।

উদযাপনের মাঝে, উদযাপিত হয় হাসিমুখ
জীবন যেমনই কাটুক, লোকে চেনে ফেসবু...