গেরুয়া বসন নেই, নেই মানুষের মুখোশ
কলা খাই, ছোলা খাই, বাদামে নেই আপোষ।
মানুষ হতে পারিনি,
মুখের ভাষা তাই পশুদের মতো,
এই হনুমানকেই পুজো করো
বিঘ্ননাশক, মেটে সব ক্ষত।
ধর্ম ধর্ম করে ভীরু
কাপুরুষের মতো বেঁচে থাকে মানুষ,
মুখের উপর ঠোঁটকাটা হলেই
অপেশাদার, উড়িয়ে দাও ফানুস।
জীবন এমনই, বড্ডরকম সত্য
নরম না হলে মেলে না কোন পথ্য।