হলুদগুলো তুলে নিয়েছি।
গাছটা এখনও দাঁড়িয়ে।
কিচ্ছুটি বলার নেই,
ক্রুশবিদ্ধ যীশুর মতোই বড়দিনে
হাসছে বাচ্চাটি।
তিনজন এসে দাঁড়ায়,
ঈশ্বরের দূত নেমে এসেছে
কিসের জন্য!
ক্রশবিদ্ধ হবে বলেই সে এসেছে।
হলুদগাছটিও স্পষ্ট জানে
একদিন উপরে নেবে তার সমস্তটুকু
তবু সে হাসছে।
ঈশ্বর এমনই হন, মানুষের মাঝে
বিলিয়ে দেন নিজেকে,
তবু আমরা গাছকে কেন পুজো করি না!
কেন ছুটে যাই গির্জা, মন্দির বা মসজিদে!