শুকনো পাতা, কিছুটা সম্বল স্মৃতি
গুজবের আবেশ
সবই ছিল পুকুরের জল ডোবা নৈশব্দে।
গুজব ভেবে ভুল করেনি অনেকেই।
সত্যিই হয়তো শুনেছে
মারা গেছে, মৃত।
জেগে ওঠে স্বপ্ন, পুরাণের কথা
এই গুজবের প্রয়োজন ছিল না।
একটা এগ রোল ভাগ করে খেতেই পারতাম।
এখন সত্য। গুজবই সত্য।
এগ রোল খাওয়ার অন্য গন্ধ
গ্রাস করছে তোমার মোহময়ী আত্মাকে।