ঈশ্বর এসে দাঁড়ালে
আদর করে তাকে নতুন নাম দিলাম।
ঈশ্বর হাসল,
বলল, এবার বলে ফেলো কী রয়েছে আবদার।
কিচ্ছু চাওয়ার পাওয়ার নেই,
এই যে তুমি এলে
এটুকুই অনেক।
বর দিতে দিতে ঝুলি তো খালি,
এসো একটু ডাল ভাত খেয়ে যাও,
দেরাদুন রাইস, পাঠার মাংস অনেককাল খাইনি,
এই গুহায়।