পাঁপড় আর জিলিপির মাঝে
জেগে ওঠে সিঙারা গন্ধ,
পেট আর জিভের স্বাদে
বাঙালি জীবন নয় মন্দ।
ইলিশের অনেক দাম
তবু পাতে চাই স্বাদ ভোগ,
বাঙালি জন্ম পেটুক আহারে
জীবন নয় খাদ্যেরই হোক।
খিচুড়ি বাদ যায় কেন
বর্ষা শ্রাবণের মাঝে,
অমৃতির নম্র মিষ্টতা
স্মৃতিতেই লেগে আছে।
রথের সময় এলে মেলা বসে
মন জুড়ে ভেসে চলার দিনে,
জন্ম যেমনই হোক বাংলায়
কবিতা লিখে একদিন যাব চ...