স্নান জেগে থাকে,
ঘুম শেষের শিশিরে
বালিশ বিছানা একাকার।

এখনও জেগে আছি
ভালোবাসার বিরহে, স্নিগ্ধতায়।

মৃত্যুহীন মৃত্যু জীবনের মতো সুখী
চুম্বনে বা ঘুমন্ত বাস্তবতায়।