শীতঘুমের মাঝে অজস্র জলরাশি
ভাসিয়ে নিয়ে চলেছে সমুদ্রে।
অনিশ্চিত কিছু জানা অজানা
গভীর ঘুমের অমরত্ব, জানান দিচ্ছে --
ভোর আর দেরি নেই,
ঘুম জাগানিয়া হেসে উঠছে
অনন্ত স্রোতের শেষে।
নতুন ওষুধ চিন্তাহীন জেগে থাকা,
চিন্তার ফলাফলে শূন্য লেগে আছে।
অসীম এক শূন্য গহ্বর,
পৃথিবীর জন্ম বা মৃত্যুর মতো রহস্য
মিশে যাচ্ছে চোখে, ঘুমজাগানিয়া...