ঘুমিয়ে থাকা বারুদের গায়ে
লেগে যায় বিষণ্ণ দুপুর,
কালো, বড্ড কালো আকাশ।
ধীরে ধীরে ক্লান্ত হচ্ছে
নাবিক মন, অশুদ্ধ আরতি চিন্তা।
নতুন সকাল
রক্তহীন রাস্তা
মানুষের রুটিরুজি ফিরবে কেমন করে!
জেগে উঠছে জীবন
শিক্ষা ও অশিক্ষায়।
জেগে উঠছি আমি
কবিতাহীন এক চাঁদ হয়ে।