ঘুম আরাম দরকার,
জীবন্ত গঠনের মাঝামাঝি
ভালোবাসার চৌহদ্দিতে।

ঘুমের মানে না খুঁজে
ঘুম দরকার
আনন্দ, নরম রোদেলা দিনে।

রাতের ঘুম তো সবাই ঘুমায়।