ঘরে বসে বসে কাব্য করছি,
রাস্তায় ভিজে যুদ্ধ করছে মানুষ
মানুষের মতো মানুষরা
আমার ক্ষমতা কম, সাধারণ।
তোমরা সাধারণ হয়েও অসাধারণ।
মেরুদণ্ডরূপী প্রতিবাদ।
একটা সময়ের পরে প্রতিবাদ
করতেই হয়,
তোমরা কর, আমরা আছি
সাথেই থাকব।
মনোবল তোমাদের তীব্র,
তীব্রতর হোক সংগ্রাম।
গদি সব নয়,
আসল সত্য মানুষজন।