আস্থারা ঘুমিয়ে আছে দুপুরের ভাত ডালে,
বুদ্ধি বেড়েছে না কমেছে, বুঝিনি সালে সালে।
হেঁটেই চলেছি হাসি কান্নায় মরুভূমির গঙ্গা
বুঝিনি পাহাড় বরফের মাঝে মানুষের সংজ্ঞা।
কী চাইছি রোজ উত্তর আধুনিক ছন্দ কাব্যে
একটু পরেই উত্তরে মেঘে কোলাহল নামবে।
এখন ভাত ঘুম, সুগারের মাঝেই চিন্তাহীন বাঁচা
শালিকের সাথে গল্প, নরম রোদ্দুর ঘরই যে খাঁচা।