আলো লেগে যাচ্ছে মনের মধ্যে।
কিছু আলোক বিন্দু।
মনের ঘরে আলোগুলো জোনাকীর মতো
কুয়াশা শীতের বৃষ্টিতে
আরাম দেয়।
এখানে টাকা নেই, ক্ষমতা ম্রিয়মান
কেবমাত্র বেঁচে থাকা
আলোক বিন্দুতে হারিয়ে যাওয়া।
মৃত্যুর থেকে বড় সত্য
চুমুও বলতে পারেনি এই গঙ্গার ঘাটে।