একাকীত্ব একদম ভালো করে
ঐ গান্ধীজি বুঝতে পারে।
নিজের সংসার থাকা সত্ত্বেও
দেশের জন্য ভাবতে ভাবতে
টাকায় বন্দী হয়ে গেছে।
জাতির জনক বন্দী, একাকীত্বে,
নতুন করে মানুষজন
একা একা কেন করে,
ওঁকে দেখে এটুকু বোঝো
টাকা টাকা করে লোকে
খোঁজ নেয় না গান্ধীজির।
আদর্শবোধের নিকুচি করেছে।
মানুষ আদর্শবান হলে
সাধু হয়ে পাহাড়ে শিব হতে হয়,
নবির মতো কষ্ট মাথা পেতে নিতে হয়,
যীশুর মতো মুখ বন্ধ করে ক্রশবিদ্ধ হাসি,
এ পৃথিবীতে বোধহীন হতে পারলেই
কোটি কোটি রোজগার,
রোজগার মানেই সব পাওয়ার বৃথা চিন্তা।
গান্ধীজি আসুন একটু গল্প করি
আজ আপনার হ্যাপি বার্থ ডে।