লিখছি না লেখার মতো করেই
শৈশবের ডাকনাম,
জীবন আসলে এমনই সহজ
মানুষ করে বদনাম।

সম্মান জেগে ওঠে, বটগাছের মতো
জেগে ওঠে সূর্য স্বপ্নরা, চুপ হয় ক্ষত।

ভেসে চলেছি দূষিত সমুদ্রে
নোনারা বড্ডরকম সত্য,
সামনে আসে সরল পথেই
বিছানা-বৃষ্টি গন্ধের পথ্য।